ভেজাল ওষুধ বিক্রির দায়ের ৫৮ লাখ টাকা জরিমানা

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 10:24:52

ঢাকা: রাজধানীর মিটফোর্ড এলাকায় ভেজাল ওষুধ বিক্রির দায়ে ৩৪ টি ফার্মেসিকে মোট ৫৮ লাখ টাকা জরিমানা এবং ৮ কোটি  টাকার সমমূল্যের ভেজাল ওষুধ জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের (র‍্যাব) ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৪ জুলাই)  বিকালে এই অভিযান পরিচালনা করেন র‍্যাবের  নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। র‍্যাবের লিগ্যাল এন্ড মিডিয়ার সিনিয়র এএসপি মিজানুর রহমান বার্তা ২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেন।

অভিযানের বিষয়ে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, মিটফোর্ড এলাকায় ভেজাল ও নিষিদ্ধ ওষুধ বিক্রি করে আসছিল কিছু অসাধু ব্যবসায়ী। আমরা খুঁজে খুঁজে ৩৪ ফার্মেসিকে ভেজাল ওষুধ বিক্রির দায়ে জরিমানা করেছি। 

এ সময় রবিন ফার্মেসিকে আড়াই লাখ টাকা, রাজ ফার্মা মেডিক্যাল সেন্টারকে ২ লাখ টাকা, হওলাদার ড্রাগ হাউজকে ২ লাখ টাকা, মান্নান ড্রাগ হাউজকে ৫ লাখ টাকা, চন্দ্র লেখা মেডিসিন হল ২ লাখ টাকা সহ মোট ৩৪  ফার্মেসিকে ৫৮ লাখ টাকা জরিমানা করা হয়।

পাশাপাশি ৬ জনকে বিভিন্ন মেয়াদে (৬ মাস থেকে ১ বছর) কারাদণ্ড দেওয়া হয়েছে। ভেজাল ওষুধ নির্মূলে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই ম্যাজিস্ট্রেট ।

এ সম্পর্কিত আরও খবর