উদ্ভুত প‌রি‌স্থিতিতে ডিপো ম্যা‌নেজা‌রে প‌রিবর্তন, অব‌রোধ চল‌ছে

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-08 02:24:08

ঢাকা: ১০ মা‌সের বেতন দি‌তে না পারায় বিআর‌টি‌সির জোয়ারসাহারা ডি‌পো‌তে ম্যা‌নেজার প‌দে প‌রিবর্তন এনে‌ছেন চেয়ারম্যান। এরপরও আন্দোলন থাম‌ছে না। বিক্ষুব্ধ শ্র‌মিকরা সকাল সা‌ড়ে ৯টায়ও গেট খু‌লে দেয় নি। ফ‌লে ডিপোর ভেতরে আটকা পড়েছে ক‌য়েক‌শ বাস।

বুধবার (২৫ জুলাই) সকাল সা‌ড়ে ৬টা থে‌কে সা‌ড়ে ৫‘শ চালক শ্র‌মিক আন্দোল‌নে না‌মেন। প্রথ‌মেই গেটে তালা দিয়ে বাইরে অবস্থান নেন। এরফ‌লে কোন গা‌ড়ি ডি‌পো থে‌কে বের হ‌তে পা‌রে নি।

বিক্ষ‌ুব্ধ শ্র‌মিক‌দের পক্ষ থে‌কে ঘোষণা দেওয়া হ‌য়ে‌ছে, বেতন না পাওয়া পর্যন্ত তারা গেট খুল‌বেন না। কোন বাস ছাড়‌বেন না।

শ্রমিকদের প্রশ্ন, এতো‌দিন ধরে বাস চল‌লো, বাসের ইনকামও হয়েছে। তাহ‌লে বেতন হচ্ছে না কেন?  

টানা ১০মা‌সের বেতন আটকা প‌ড়েছে ব‌লে অভিযোগ ক‌রেন তারা।  

এদিকে ডি‌পোর সা‌র্বিক অবস্থা বি‌বেচনায় একজন দক্ণ ও অভিজ্ঞ সি‌নিয়র ম্যা‌নেজার দেয়ার নি‌র্দেশনা দেওয়া হয়েছে। 

বিআর‌টি‌সির ম‌তি‌ঝিল প্রধান কার্যালয় সূত্র জানায়, আগে্র ডি‌পো ম্যা‌নেজার ম‌নিরুজ্জমানকে স‌রি‌য়ে গাজীপুর ডা‌ম্পিং ডি‌পো‌তে পা‌ঠি‌য়ে দেওয়া হ‌য়ে‌ছে। আর নতুন ম্যা‌নেজার হ‌চ্ছেন নূর আলম মামুন। তি‌নি বর্তমা‌নে বিআর‌টি‌সি স‌চিব হিসে‌বে দা‌য়িত্বরত র‌য়ে‌ছেন। তা‌কে ম্যা‌নেজার ক‌রে জোয়ারসাহার শিগ‌গিরই পাঠা‌নো হ‌চ্ছে। এর আগে সিলেট, মিরপুর সহ বিভিন্ন ডিপোতে  দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে নুর ই আলম- এর।

অন্য‌দি‌কে আন্দোলন থামা‌তে বিআর‌টিসি শ্রমিক কর্মচারী লী‌গের সাধারণ সম্পাদক হারুন রশীদ এসে‌‌ছি‌লেন। তার ওপর শ্র‌মিকরা চড়াও হ‌লে তি‌নি ঘটনাস্থল থে‌কে স‌রে প‌ড়েন।

ঝি‌রি‌ঝির বৃ‌ষ্টির ম‌ধ্যে ডিপোর ভেত‌রে ঢু‌কে আন্দোলন চালিয়ে যাচ্ছে শ্র‌মিকরা।

সকাল ৭টায় চেয়ারম্যান ফরিদ আহমেদ ভূইয়া বার্তা২৪ কে বলেন, পরিস্থিতি তারা বিবেচনা করছেন।

এ সম্পর্কিত আরও খবর