নম্বর প্লেটে ‘সার্জেন্ট ইমরান আমার বন্ধু’ লেখা চালক অনুতপ্ত!

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 03:53:08

গত কয়েকদিন ধরে নম্বর প্লেটে ‘সার্জেন্ট ইমরান আমার বন্ধু’ একটি মোটরসাইকেলের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ বিষয়টি পুলিশের নজরে আসলে ওই মোটরসাইকেলের চালককে আটক করে পুলিশ।

মোটরসাইকেল চালকের নাম আবির। তবে বিষয়টি নিয়ে ওই চালক অনুতপ্ত প্রকাশ করায় তার বিরুদ্ধে কোনো মামলা করেনি পুলিশ।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারের সোনারগাঁও ক্রসিংয়ে দায়িত্বরত সার্জেন্ট আসাদুজ্জামান জুয়েল তাকে শনাক্ত করে আটক করেন।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে সার্জেন্ট জুয়েল বিষয়টি সাংবাদিকদের কাছে নিশ্চিত করেন।

তিনি জানান, আটক মোটরসাইকেল চালক আবির চাকরি করেন। এই বিষয়ে সার্জেন্ট জুয়েল তার কাছে জানতে চাইলে আবির জানান, ইমরান তার একজন খুব ভালো বন্ধু। তিনি (ইমরান) তাকে মোটরসাইকেল কেনা থেকে শুরু করে তা চালানো পর্যন্ত শিখিয়েছেন। তাই বন্ধুর প্রতি কৃতজ্ঞতা থেকেই তিনি নম্বর প্লেটটি লাগিয়েছেন।

সার্জেন্ট জুয়েল আরও জানান, মোটরসাইকেলে নম্বর প্লেটের স্থানে নম্বর ছাড়া কোনো নাম লেখা আইনে নিষিদ্ধ। মোটরযান আইনের ২০১৮ এর ৯২ (২) ধারায় এ অপরাধের জন্য ১ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে। তবে আবিরের গাড়ির রেজিস্ট্রেশন, লাইসেন্স, ইন্স্যুরেন্সসহ সব কাগজপত্র ঠিক ছিল। নম্বর প্লেটে ওই লেখার জন্য তিনি তার ভুল স্বীকার করেছেন এবং অনুতপ্ত হয়েছেন। তাই কোনো মামলা দেওয়া হয়নি।

এ সম্পর্কিত আরও খবর