বাংলাদেশ যুব প্রতিনিধি দলের হয়ে ভারত সফরের সুযোগ

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-03-30 21:17:30

ঢাকাস্থ ভারতীয় হাই কমিশন বর্তমানে ‘বাংলাদেশ যুব প্রতিনিধিদলের ভারত সফর-২০২০” এর জন্য আবেদন গ্রহণ করছে। সম্পূর্ণ ভারত সরকারের অর্থায়নে ‘বাংলাদেশ যুব প্রতিনিধিদল’ ১০০ জন মেধাবী তরুণকে ভারত সফরের সুযোগ করে দেয়।

হাই কমিশন ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রতিবছর এই সফরের আয়োজন করে।

আট-নয় দিনের এই সফরে ১০০ জনের তরুণ প্রতিনিধিদলকে ভারতের উন্নয়ন ও সংস্কৃতির বিভিন্ন দিক সম্পর্কে জানার সুযোগ করে দেবে। এই সফরে রয়েছে ভারতের বিভিন্ন বিখ্যাত (সাংস্কৃতিক, শিল্প ও অন্যান্য) জায়গায় ভ্রমণের সুযোগ। ১০০ জনের এই যুব প্রতিনিধিদল ভারতের বিভিন্ন শহরেও ভ্রমণ করবে।

ভারতীয় হাই কমিশন বাংলাদেশের ক্রীড়া, শিল্প ও সংস্কৃতি, উদ্যোক্তা এবং গণমাধ্যমসহ বিভিন্ন ক্ষেত্রের তরুণদের কাছ থেকে আবেদন আহবান করেছে।

আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ: ২৯ ফেব্রুয়ারি ২০২০

#নির্ধারিত ফরম্যাটে আবেদন করতে হবে। নির্ধারিত ফরম্যাট: https://hcidhaka.gov.in/pdf/CV_Format.pdf

আবেদনকারীদের byd.dhaka@mea.gov.in এই ঠিকানায় আবেদনেপত্র পাঠাতে হবে।

#আবেদনকারীদের অবশ্যই যোগ্যতার মানদণ্ডে উত্তীর্ণ হতে হবে।

৪.   আবেদনকারীদের যোগ্যতার মানদণ্ডের বিস্তারিত:

এ সম্পর্কিত আরও খবর