‘আত্মনিবেদনের দিনটি প্রজন্ম থেকে প্রজন্মে প্রেরণার উৎস’

ময়মনসিংহ, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ | 2023-08-25 22:58:41

পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ বলেছেন, ‘একুশের আন্দোলনের মধ্য দিয়েই ঘটেছিল বাঙালির আত্মবিকাশ। যার ধারাবাহিকতায় হয়েছে মুক্তিযুদ্ধ ও আমরা পেয়েছি মহান স্বাধীনতা। তাই আত্মনিবেদনের এই দিনটি বাঙালির প্রজন্ম থেকে প্রজন্মে প্রেরণার উৎস হয়েই থাকবে।'

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে জেলা পুলিশ লাইন্সে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রক্তদান কর্মসূচি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ রক্তদান কর্মসূচির আয়োজন করে জেলা পুলিশ।

পরে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) আয়োজিত পুলিশের সন্তানদের অংশগ্রহণে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা পরিদর্শন করেন ডিআইজি। এ সময় রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড. মো. আক্কাছ উদ্দিন ভূঁঞা, জেলা পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামানসহ রেঞ্জ ও জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর