যথাযথভাবে পতাকা উত্তোলন না করায় জরিমানা

রংপুর, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-09-01 00:27:54

রংপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে জাতীয় পতাকা যথাযথভাবে উত্তোলন না করায় নগরীর দু’টি ব্যাংককে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করেছেন ভ্রাম্যমাণ আদালত।

জাতীয় পতাকা সঠিকভাবে উত্তোলন করেনি দুই প্রতিষ্ঠান, ছবি: বার্তা২৪.কম

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা ও সতর্ক করেন।

যথাযথভাবে জাতীয় পতাকা অর্ধনমিত না রাখায় উত্তরা ব্যাংক, রংপুর মহানগর শাখাকে এ সময় তিন হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে পতাকা উত্তোলন না করায় ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, রংপুর শাখাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

 জাতীয় পতাকা সঠিকভাবে উত্তোলন না করায় জরিমানা করা হয়েছে উত্তরা ব্যাংককে, ছবি: বার্তা২৪.কম

এছাড়া পতাকা উত্তোলন না করায় রংপুর সিটি করপোরেশনসহ অন্তত ১৫টি প্রতিষ্ঠানকে সতর্ক করে দেন ভ্রাম্যমাণ আদালত।

জাতীয় পতাকা সঠিকভাবে উত্তোলন করেনি দুই প্রতিষ্ঠান, ছবি: বার্তা২৪.কম

এদিকে অভিযান পরিচালনায় জাতীয় পতাকা অর্ধনমিতকরণ পর্যবেক্ষক কমিটির সদস্য সুশান্ত ভৌমিক, জয়নাল আবেদিন, সহকারী তথ্য কর্মকর্তা আলমগীর হোসেনসহ পুলিশ প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

এ সম্পর্কিত আরও খবর