মিরসরাইয়ের ৫ নম্বর ওচমানপুর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যেগে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৭ টায় ওচমানপুর উচ্চবিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে শুরু হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কার্যক্রম।
এরপর শুরু হয় প্রভাত ফেরি। এতে অংশ নেয় ওচমানপুর উচ্চ বিদ্যালয়, ওচমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওচমানপুর নূরীয়া ইসলামিক দাখিল মাদ্রাসাসহ প্রায় দেড় হাজার ছাত্রছাত্রী এবং থানা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেত্রীবৃন্দ।
প্রভাতফেরি শেষে ওচমানপুর উচ্চবিদ্যালয় মাঠে শ্রদ্ধাজ্ঞাপন ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ওপর বক্তব্য রাখেন ওচমানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছানা উল্যাহ, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের মধ্যে রাহাত মোর্শেদ, মহিউদ্দিন নিজামী, লিয়াকত আলি, আশরাফ উল্যা চৌধুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক মোবারক হোসেন মুন্না, যুবলীগ সভাপতি জাহেদুল হাসান সোহাগ, সাধারণ সম্পাদক মেজবা উল আলম ছাত্তারসহ বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ।