বীরশ্রেষ্ঠদের ছবি দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা!

ঢাকা, জাতীয়

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 23:28:53

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ একটি ব্যানার করেছে। তবে ব্যানারটিতে ব্যবহার করা হয়েছে সাত বীরশ্রেষ্ঠর ছবি। এর নিচে লেখা- ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা’। তার নিচে ব্লক অক্ষরে লেখা ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ব্যানারের ওপরের ডান কোণে মুজিববর্ষের লোগো এবং বাম পাশে ওপরে ও নিচে ডিএমপির দুটি লোগো ছিল।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ব্যানারের ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে ডিএমপি।

ফেসবুকে ছবির কমেন্টে রিয়াজুল ইসলাম নামে একজন লিখেছেন, ‘ব্যানারে কয়েকজন ভাষাসৈনিকের ছবি ব্যবহার করতে পারতো। কিন্তু, বীরশ্রেষ্ঠদের ছবি কেন ব্যবহার করা হলো সেটা বুঝতে পারলাম না।’

ফয়েজ আহমেদ নামে একজন লিখেছেন, ‘তারা মাতৃভাষা দিবসের জন্য একটা ব্যানার বানালো অথচ বীরশ্রেষ্ঠ আর ভাষা সৈনিকদের মধ্যে পার্থক্যই বোঝে না।’

জানা গেছে, পরবর্তী সময়ে সমালোচনার মুখে ব্যানারটি সরিয়েও নেয় ডিএমপি। তবে রাজধানীর রমনা জোন এলাকায় ভুল ছবি ব্যবহার করে ব্যানারটি কীভাবে টানানো হয়েছিল তা খতিয়ে দেখবে বলে জানিয়েছেন ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বার্তা২৪.কম-কে বলেন, ‘ভুল করে অন্য ব্যানার টানানো হয়েছিল। তবে বিষয়টি আমরা খতিয়ে দেখছি কীভাবে এত বড় ভুলটি হল।’

এ সম্পর্কিত আরও খবর