সিলেটের বিশ্বনাথ উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ডাকাত নিহত হয়েছেন। শনিবার (২২ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে বিশ্বনাথ জগন্নাথপুর বাইপাস সড়কে এ ঘটনা ঘটে। নিহত ডাকাতের নাম পরিচয় জানা যায়নি।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম মুসা বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ভোরে বিশ্বনাথ-জগন্নাথপুর বাইপাস সড়কে একদল ডাকাত গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে বিশ্বনাথ থানা পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাতরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকেন। এ সময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থলে ডাকাত দলের এক সদস্য মারা যান এবং বাকিরা পালিয়ে যান। এ বন্দুকযুদ্ধে আহত হন তিন পুলিশ সদস্য।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম মুসা বার্তা২৪.কমকে বলেন, ডাকাতদের গুলিতে উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান, কনস্টেবল চন্দন গৌর ও রাসেল দাস আহত হয়েছেন। তারা বিভাগীয় পুলিশ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
তিনি বলেন, মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত ডাকাতের পরিচয় জানার চেষ্টা করছি।