রিজভীর ওপর হামলায় ক্ষুব্ধ রংপুর বিএনপি

রংপুর, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-08-25 20:10:42

দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর ওপর পুলিশি হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রংপুর জেলা ও মহানগর বিএনপি। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় নিতে সরকারের প্রতি আহ্বান জানান দলটির নেতারা।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রংপুরে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ থেকে রুহুল কবির রিজভীর ওপর হামলার ঘটনায় নিন্দা জানানো হয়।

সন্ধ্যায় নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপি কার্যালয় থেকে দলের বিক্ষুব্ধ নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ এতে বাধা দেয়। পুলিশি বাধায় বিক্ষোভ নিয়ে সড়ক পথে নামতে না পেরে কার্যালয়ের সম্মুখে প্রতিবাদ সমাবেশ করেন তারা।

এতে বক্তব্য দেন- মহানগর বিএনপির সহ সভাপতি কাওসার জামান বাবলা, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু, জেলা সাধারণ সম্পাদক রইচ আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান বাদল, মহানগরের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক জহির আলম নয়ন, জেলা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান হিজবুল, মহানগর ছাত্রদলের সভাপতি নুর হাসার সুমন, সাধারণ সম্পাদক জাকারিয়ার ইসলাম জিম, কৃষক দলের আহ্বায়ক শাহ নেওয়াজ লাবু প্রমুখ।

এ সময় বক্তারা দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর ওপর পুলিশি হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের শাস্তির আওতায় নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে নিঃশর্তভাবে কারাবন্দী দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবি করেন।

উল্লেখ্য, কারাবন্দী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে শনিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে মিরপুরে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করেন। এতে নেতৃত্ব দেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। ওই মিছিলে পুলিশের হামলা ও লাঠিপেটায় রিজভীসহ ১০ নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ বিএনপির।

এ সম্পর্কিত আরও খবর