ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে মানববন্ধন

ময়মনসিংহ, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ | 2023-08-31 16:52:50

ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজকে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরসহ ১৫ দফা দাবিতে মানববন্ধন করেছে কলেজটির শিক্ষার্থীরা।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে কলেজের সামনে ঢাকা বাইপাস মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ২০০৭ সালে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষার্থীরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছে। আবাসন সংকট, কলেজের নিজস্ব কোন পরিবহন নেই। নেই কোন মেডিক্যাল টিম, রয়েছে শিক্ষক সংকট।যা এখনো বিদ্যমান। কলেজ অধ্যক্ষ ইঞ্জিনিয়ারিং কলেজের পাশাপাশি ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটে অতিরিক্ত দায়িত্ব পালন করে থাকেন। এছাড়াও ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকায় পরীক্ষার ফলাফল দিতে দেরি হয়। ফলে সেশন জটে পড়তে হয়। এসব সমস্যা সমাধানে কলেজটিকে দ্রুত প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার দাবি জানাচ্ছি।

এদিকে, মানববন্ধনের খবর পেয়ে সেখানে উপস্থিত হন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ হাফিজুর রহমান। তিনি সমস্যাগুলো শোনার পর সেগুলো তুলে ধরতে শিক্ষার্থীদের চার সদস্যের একটি প্রতিনিধি দলকে সোমবার (২৪ ফেব্রুয়ারি) উর্ধ্বতন মহলে পাঠানোর আশ্বাস দেন।

এ সম্পর্কিত আরও খবর