জাবিতে তৃতীয় দিনের মতো চলছে অবরোধ

জেলা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-23 12:11:19

সাভার: ছয় দফা দাবিতে টানা তৃতীয় দিনের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রশাসনিক ভবন অবরোধ করেছে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের অনুসারী শিক্ষকরা।

বৃহস্পতিবার (২৬ জুলাই) সকাল ৮ থেকে এই অবরোধ কর্মসূচি শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত। টানা তিনদিনের অবরোধে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সকল কার্যক্রম।

শিক্ষকদের দাবিগুলো হল- শিক্ষক লাঞ্ছনার বিচার, উপাচার্যের অ্যাক্ট, স্ট্যাটিউট ও সিন্ডিকেট পরিচালনায় বিধি লঙ্ঘনের প্রতিবাদ, উপাচার্য প্যানেল নির্বাচন, জাকসু নির্বাচন, বিধি অনুযায়ী আইন অনুষদের ডিন নিয়োগ ও প্রভোস্ট কমিটির সভাপতির দায়িত্ব প্রদান।

সংগঠনটির যুগ্ম সম্পাদক সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিম তালুকদার (তারেক রেজা) বলেন, ‘উপাচার্য যদি আজকের মধ্যে আমাদের দাবির বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করেন তাহলে আমরা আরও কঠোর আন্দোলনে যাব।’

এদিকে আজ বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষের শিক্ষার্থীদের জন্য আয়োজিত প্রবেশিকা অনুষ্ঠান প্রত্যাখান করেছে আন্দোলনরত শিক্ষকরা।

উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম জানান, এ অবরোধ অগণতান্ত্রিক ও শৃঙ্খলার লঙ্ঘন।

এ সম্পর্কিত আরও খবর