‘করোনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণে সরকার উদাসীন’

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-22 11:55:34

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) সাধারণ সম্পাদক এম এ সামাদ বলেছেন, করোনাভাইরাস রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণে সরকার উদাসীন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) ও সিপিবি (এম) আয়োজিত এক সমাবেশে তিনি একথা বলেন।

তিনি বলেন, করোনাভাইরাস চীনে মহামারি আকার ধারণ করেছে। কোরিয়া-ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশের সঙ্গে চীনের বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য রয়েছে। কাজেই বাংলাদেশকে অবশ্যই সর্তকতা অবলম্বন করতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ সরকার এ পর্যন্ত যে ব্যবস্থা গ্রহণ করেছে তা হতাশাজনক। এ ব্যাপারে সরকার উদাসীন। বরাবরের মতোই সরকার জনগণের জীবন নিয়ে তামাশা করছে।

এম এ সামাদ বলেন, সরকারের কাছে একটাই দাবি অবিলম্বে দেশের সকল স্থল, নৌ, বিমান বন্দরসহ সীমান্তে সর্বোচ্চ সর্তকতা জারি করা হোক।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক ডা. শামছুল আলম, এসজিপি'র আহ্বায়ক আবুল কালাম আজাদ, বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূইয়া প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর