স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদফতর বাস্তবায়ন দাবি

ময়মনসিংহ, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ | 2023-08-28 21:59:11

মুজিববর্ষে স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদফতর বাস্তবায়নের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন করেছে সরকারি মাধ্যমিক শিক্ষকরা। একইসঙ্গে সরকারি মাধ্যমিকে বিরাজমান সমস্যাগুলো অবসানের দাবিও জানানো হয়।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) ময়মনসিংহ অঞ্চল।

সমিতির আঞ্চলিক কমিটির সভাপতি নাছিমা আক্তারের সভাপতিত্বে মানববন্ধনে ময়মনসিংহ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি উপস্থিত থেকে শিক্ষকদের দাবির প্রতি একাত্মতা ঘোষণা করেন এবং সরকারি শিক্ষকদের দাবীকৃত সমস্যাগুলো সমাধানে সহযোগিতার আশ্বাস দেন।

এসময় বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সহ-সম্পাদক মোবারক মোর্শেদ মিল্কী, সমাজকল্যাণ সম্পাদক আব্দুর রাজ্জাক, ময়মনসিংহ অঞ্চলের সাধারণ সম্পাদক মাসরুরুল হক, যুগ্ম সম্পাদক হাসিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা শিক্ষকদের প্রাপ্য টাইমস্কেল বা সিলেকশন গ্রেড প্রদান, প্রস্তাবনা অনুযায়ী আত্তীকরণ বিধিমালা প্রণয়ন, সিনিয়র শিক্ষক পদে দ্রুত পদায়ন, মাধ্যমিকের কর্মকাণ্ডে গতি আনতে আলাদা অধিদফতর বাস্তবায়নের জোর দাবি জানান।

পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।

এ সম্পর্কিত আরও খবর