দুই দিনের সফরে এসে রংপুরের গঙ্গাচড়া থেকে ঐতিহ্যবাহী বেনারসির শাড়ি কিনেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। নির্ধারিত কর্মসূচির বাইরে তিনি গঙ্গাচড়ার হাবু বেনারসি পল্লীতে ঘুরতে যান। এসময় তিনি ছয়টি শাড়ি কিনে নেন।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে নভোএয়ার এর একটি ফ্লাইটে নীলফামারীর সৈয়দপুর বিমান বন্দরে এসে পৌঁছান ড. শিরীন শারমিন চৌধুরী। সেখান থেকে সড়কপথে রংপুরের পীরগঞ্জ যাবার পথে গঙ্গাচড়ার বেনারসি পল্লীতে উপস্থিত হন।
এদিকে জাতীয় সংসদের স্পিকারের আগমনের সংবাদ জানতে পেরে বেনারসি পল্লীতে দ্রুত ছুটে যান গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা বেগম। এসময় তাকে ফুল ফুল দিয়ে অভিনন্দন জানান তিনি।
সেখানে গজঘন্টা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্পিকার শিরীন শারমিন চৌধুরী সেখানকার হাবু বেনারসি পল্লীতে ঘুরে দেখেন। পরে মৌমিতা বেনারসি থেকে ৬টি বেনারসি শাড়ি কিনেন।
এরপর তার সফর নির্ধারিত এলাকা রংপুরের পীরগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দেন।