করোনাভাইরাসে সারাবিশ্বে ২৪ ঘণ্টায় ১১৮৫ রোগী শনাক্ত

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-30 18:42:08

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী এখন পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে (কোভিড-১৯) শনাক্ত রোগীর সংখ্যা ৮২ হাজার ২৯৪ জন। একদিনে অর্থ্যাৎ ২৪ ঘণ্টায় সারাবিশ্বে নতুন ১১৮৫ রোগী শনাক্ত করা হয়েছে।

করোনাভাইরাসে এখন পর্যন্ত চীনে আক্রান্ত রোগীর সংখ্যা ৭৮ হাজার ৬৩০ জন। আক্রান্ত রোগীর মধ্যে মোট সংখ্যা ২ হাজার ৮০৪ জন। নতুন করে নয়টি দেশে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে, ব্রাজিল (১), ডেনমার্ক (১), এস্তোনিয়া (১), জর্জিয়া(১), গ্রিস (১), নরওয়ে (১), পাকিস্তান (২), রোমানিয়া (১), উত্তর মেসিডোনিয়া (১)।

সিঙ্গাপুর পরিস্থিতি
সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী সিঙ্গাপুরে এ যাবৎ ৯৬ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন, হাসপাতালে চিকিৎসাধীন ২২ জনের পরিস্থিতি স্থিতিশীল, পরিস্থিতি আশঙ্কাজনক ৮ জনের এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৬৬ জন। সিঙ্গাপুরে মোট ৪ জন বাংলাদেশের নাগরিক কোভিড-১৯ সংক্রমিত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে ১ জন আইসিইউ-তে আছেন এবং তার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। ১ জন বাংলাদেশের নাগরিক সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। বাংলাদেশে সিঙ্গাপুরের দূতাবাস থেকেও আমাদেরকে সিঙ্গাপুর পরিস্থিতি সম্পর্কে নিয়মিত অবহিত করা হচ্ছে।

দক্ষিণ কোরিয়া পরিস্থিতি
দক্ষিণ কোরীয়ার সিডিসি এর সূত্র অনুযায়ী দক্ষিণ কোরিয়ায় এ যাবৎ কোভিড-১৯ আক্রান্ত মোট রোগীর সংখ্যা ২০২২। কোভিড-১৯ আক্রান্ত রোগীর মধ্যে শারীরিক পরিস্থিতির উন্নতির কারণে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২৬ জন এবং মোট মৃতের সংখ্যা ১৩ জন। এ অবস্থায় বাংলাদেশ দক্ষিণ কোরিয়া পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে।

ইতালি পরিস্থিতি
ইউরোপিয়ান সিডিসি থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী ইতালিতে এখন পর্যন্ত ৪০০ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। মোট শনাক্ত রোগীর মধ্যে ৫ জনের চীন ভ্রমণের ইতিহাস রয়েছে এবং এখন পর্যন্ত মারা গেছেন ১২ জন। পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইতালিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।

সংযুক্ত আরব আমিরাত পরিস্থিতি
সংযুক্ত আরব আমিরাতে মোট ১৩ জন কোভিড-১৯ আক্রান্ত এবং আমিরাতে বাংলাদেশের একজন নাগরিক কোভিড-১৯ আক্রান্তের খবর পাওয়া গেছে। তার শারীরিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ও আমিরাতে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।

অন্যান্য দেশে প্রবাসী বাংলাদেশিদের স্বাস্থ্য পরিস্থিতি
অন্যান্য কোন দেশে এখনো পর্যন্ত কোনো প্রবাসী বাংলাদেশি কোভিড-১৯ আক্রান্ত হন নি। দিল্লীতে উহান থেকে আগত ২৩ জন বাংলাদেশি শহর দিল্লী থেকে ৪০ মাইল দূরে এক কোয়ারেন্টিনে আছেন।

বাংলাদেশ পরিস্থিতি
আইইডিসিআর'র ভাইরোলজি ল্যাবরেটরিতে সন্দেহজনক কোভিড-১৯ আক্রান্তদের নমুনা পরীক্ষা করে এ যাবৎ কারো নমুনাতে কোভিড-১৯ পাওয়া যায় নি। স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালনায় আন্তর্জাতিক বিমান বন্দর, সমুদ্র বন্দর ও স্থল বন্দরসমূহে বিদেশ থেকে আগত সকল যাত্রীর তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে। এখনও পর্যন্ত কোনো কোভিড-১৯ লক্ষণযুক্ত যাত্রী পাওয়া যায় নি।

কোভিড-১৯ সংক্রান্ত বাংলাদেশে সর্বশেষ পরিস্থিতি:

১। স্ক্রিনিংকরা যাত্রীর সংখ্যা ১৫৬২৩ জন। জানুয়ারির ২১ তারিখ থেকে এখন পর্যন্ত মোট ৩৬৭০৪১ জনকে স্ক্রিনিং করা হয়েছে।

২। ২৪ ঘণ্টায় দেশের ৩টি আন্তর্জাতিক বিমান বন্দরে বিদেশ থেকে আগত স্ক্রিনিংকৃত যাত্রীর সংখ্যা ৮৬০০ জন। জানুয়ারির ২১ তারিখ থেকে তিনটি বিমানবন্দরে ১৮৫৫৭০ জনকে স্ক্রিনিং করা হয়েছে।

৩। স্ক্রিনিংএর মাধ্যমে বিমান বন্দরে শনাক্ত করা কোভিড-১৯ সংক্রমণের আশংকাযুক্ত ব্যক্তির সংখ্যা নেই। জানুয়ারির ২১ তারিখ থেকে এক জনকে আশংকাযুক্ত চিহ্নিত করা হয়েছে।

৪। দু’টি সমুদ্র বন্দরে (চট্টগ্রাম সমুদ্র বন্দর ও মংলা সমুদ্র বন্দর) স্ক্রিনিংকৃত যাত্রীর সংখ্যা ১৮২ জন। জানুয়ারির ২১ তারিখ থেকে এখন পর্যন্ত ৪১৫৭ জনকে স্ক্রিনিং করা হয়েছে।

৫। ঢাকা ক্যান্টনমেন্ট ও বেনাপোল রেলওয়ে স্টেশনে স্ক্রিনিং করা যাত্রীর সংখ্যা ৬১ জন। জানুয়ারির ২১ তারিখ থেকে ৩৬৪০ জনকে স্ক্রিনিং করা হয়েছে।

৬। অন্যান্য চালু স্থলবন্দরগুলোতে স্ক্রিনিং করা যাত্রীর সংখ্যা ৬৯৬২ জন। জানুয়ারির ২১ তারিখ থেকে ১৭৭৮৩১ জনকে স্ক্রিনিং করা হয়েছে।

৭ ফেব্রুয়ারি থেকে সকল আন্তর্জাতিক বিমান বন্দরে (ঢাকা, চট্টগ্রাম, সিলেট) বিদেশ থেকে আগত সকল যাত্রীকে স্ক্রিনিং করা হচ্ছে। কোনো বন্দর থেকে প্রতিবেদন সময়মত না পেলে তা পরের দিনের সংখ্যার সাথে যোগ করে মোট সংখ্যা প্রকাশ করা হচ্ছে।


কোভিড-১৯ সংক্রান্ত আইইডিসিআর'র সর্বশেষ পরিস্থিতি:

১। গত ২৪ ঘণ্টায় আইইডিসিআর হটলাইনে করোনভাইরাস সংক্রান্ত মোট কলের সংখ্যা ৮৬ টি। জানুয়ারির ২১ তারিখ থেকে আজ পর্যন্ত ৩২৪৪ কল এসেছে।

২। আইইডিসিআর হটলাইনে করোনভাইরাস সংক্রান্ত মোট সেবা গ্রহীতার সংখ্যা ১ জন। জানুয়ারির ২১ তারিখ থেকে এখন পর্যন্ত ১২৫ জন সেবা গ্রহণ করেছেন।

৩। করোনাভাইরাসসে জানুয়ারির ২১ তারিখ থেকে পরীক্ষা করা মোট নমুনার সংখ্যা ৮৫।

৪। জানুয়ারির ২১ তারিখ থেকে পরীক্ষা করা কোনো ব্যক্তি করোনা ভাইরাসে সংক্রমিত নয়।

করোনাভাইরাস (কোভিড-১৯) সম্পর্কে কোনো জিজ্ঞাসা থাকলে আইইডিসিআর-এর হটলাইন নম্বর এ যোগাযোগ করুনঃ
০১৯২৭৭১১৭৮৪, ০১৯২৭৭১১৭৮৫, ০১৯৩৭০০০০১১, ০১৯৩৭১১০০১১

শ্বাসতন্ত্রের সংক্রমণ প্রতিরোধে করণীয়

১। নিয়মিত সাবান ও পানি দিয়ে দুই হাত ধুতে হবে (অন্তত ২০ সেকেন্ড)। 
২। অপরিষ্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ করবেন না। 
৩। ইতোমধ্যে আক্রান্ত এমন ব্যক্তিদের সংস্পর্শ এড়িয়ে চলুন। 
৪। কাশি, শিষ্টাচার মেনে চলুন (হাঁচি/কাশির সময় বাহু/ টিস্যু/ কাপড় দিয়ে নাক-মুখ ঢেকে রাখুন)। 
৫। অসুস্থ পশু/পাখির সংস্পর্শ পরিহার করুন। 
৬। মাছ-মাংস-ডিম ভালোভাবে রান্না করে খেতে হবে। 
৭। অসুস্থ হলে ঘরে থাকুন, বাইরে যাওয়া অত্যাবশ্যক হলে নাক-মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করুন। 
৮। জরুরি প্রয়োজন ব্যতীত চীন ভ্রমণ করা থেকে বিরত থাকুন এবং এ সময়ে অন্য দেশ থেকে প্রয়োজন ব্যতীত বাংলাদেশ ভ্রমণে নিরুৎসাহিত করুন।
৯। অত্যাবশ্যকীয় ভ্রমণে সাবধানতা অবলম্বন করুন। 

এ সম্পর্কিত আরও খবর