আ.লীগ দফতর সম্পাদকের কণ্ঠ নকল করে চাঁদাবাজি, আটক ২

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 07:54:33

ঢাকা: আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহানের কণ্ঠ নকল করে চাঁদাবাজির করার অভিযোগে দুই চাঁদাবাজকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটকরা হলেন, নাদিয়া সুলতানা (২৭) ও মোহাম্মদ আলী (৪০)।

শুক্রবার (২৭ জুলাই) ডিএমপির মিডিয়া শাখার উপকমিশনার মাসুদুর রহমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদ সম্মেলনে মাসুদুর রহমান বলেন, আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপের কণ্ঠ নকল করে একটি প্রতারক চক্র দীর্ঘদিন ধরে সমাজের গণ্যমান্য ব্যক্তিদের কাছ থেকে মোটা অংকের টাকা চাঁদাবাজির করে আদায় করত। এমন তথ্যর সত্যতা নিশ্চিত হয়ে ডিবির পূর্ব একটি দল এই প্রতারক চক্রের দুই সদস্যকে আটকে করে। এর মধ্যে একজন নারীও রয়েছেন।

তিনি বলেন, এই প্রতারক চক্রটি বিভিন্ন মোবাইল ফোন কোম্পানির ৮ টি নাম্বার ব্যবহার করে এই চাঁদবাজি করত। এর মধ্যে দুই টি নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খোলা রয়েছে। পরে দীর্ঘ দিন নজরদারিতে রেখে তাদের আটক করা হয়েছে।

বাংলাদেশ রেডক্রিসেন্টের চেয়ারম্যানের হাফিজ জোয়ারদার, মুন্সিগঞ্জ জেলা আ.লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, ফেনীর সংসদস্য নিজাম হাজারী, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক, সংরক্ষিত মহিলা আসনের এমপি কামরুল লায়লা জলিসহ আরও অনেকের কাছে ড. আবদুস সোবহানের কণ্ঠ নকল করে চক্রটি চাঁদাবাজির করার চেষ্টা করেছে।

 

 

 

 

 

 

 

এ সম্পর্কিত আরও খবর