ময়মনসিংহে ব্রহ্মপুত্রের তীরে নদী বাঁচাও আন্দোলন

জেলা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 03:15:10

ময়মনসিংহ: বৃষ্টি উপেক্ষা করে শত শত মানুষ এসেছেন ব্রহ্মপুত্রের তীরে। তাদের অধিকাংশই শিশু-কিশোর। সকলেরই একটি দাবি: 'নদী বাঁচাও।'

বাংলাদেশের আক্রান্ত নদীগুলোর মতোই দখলে ও দুষণে মরতে বসেছে প্রমত্তা ব্রহ্মপুত্র। চীন, তিব্বত, নেপাল, ভূটান, ভারত হয়ে বাংলাদেশে আগত দক্ষিণ এশিয়ার বৃহত্তম নদীটির আজ মরণ দশা। সংক্ষিব্ধ নাগরিক সমাজ নদী বাঁচাতে ভিন্ন মাত্রার আন্দোলনে মুখর হয়েছে।

প্রবল বৃষ্টি বাদলের মাঝেই শুক্রবার (২৭ জুলাই) ময়মনসিংহের ব্রহ্মপুত্র পাড়ে শুরু হয়েছে সারাদিনব্যাপী বিভিন্ন কর্মসূচির।

নদী সুরক্ষার জন্য শিশুদের চিত্রাঙ্কন, চিত্রকরদের অংশগ্রহণে আর্ট ক্যাম্প, কবিতা পাঠ, আলোচনা, গণসমাবেশ এবং সবশেষে কনসার্টের উদ্যোগ নিয়েছে ময়মনসিংহের 'ব্রহ্মপুত্র সুরক্ষা আন্দোলন'। ব্রহ্মপুত্র নদী পাড়ে জয়নুল উদ্যানের বৈশাখী মঞ্চে সারাদিনব্যাপী এই কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন কবি ও গণসংগীত শিল্পী কফিল আহমেদ।

বার্তা২৪.কমকে তিনি বলেন, 'মানুষ আর প্রকৃতি অভিন্ন। মানুষের জন্য প্রকৃতিকে এবং প্রকৃতির জন্য মানুষকে মিলিত লড়াইয়ের মাধ্যমে বাঁচাতে হবে।'

কর্মসূচি অন্যতম আকর্ষণ হলো দেশের আদিবাসী নারীদের ব্যান্ড F Minor-এর অংশগ্রহণে প্রকৃতি ও নিসর্গের গান নিয়ে কনসার্ট।

সবশেষে সম্মিলিত গণশপথের মাধ্যমে নদী বাঁচাও আন্দোলনের সঙ্গে ময়মনসিংহবাসী সামাজিক-নাগরিক একাত্মতা জানাবেন।

এ সম্পর্কিত আরও খবর