সিলেটের শাহজালাল উপশহর থেকে দুই ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে শাহপরাণ থানা পুলিশ।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত সোয়া ১২টার দিকে উপশহর এলাকায় টহলরত পুলিশ তাদের আটক করে। আটককৃতরা হলেন, শাহপরান থানার মেজরটিলা ইসলামপুর কলোনির বাসিন্দা কালা মিয়ার ছেলে বিলাল আহমদ (২২) ও কুমিল্লা জেলার বরুরা থানার শশিয়া গ্রামের নজর উদ্দিনের ছেলে মো. বাদশা।
শনিবার (২৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮ টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জেদান আল মুসা।
জানা গেছে, আটক বিলাল আহমদ সোবহানীঘাটস্থ আল-হারাইমাইন হাসপাতালে ক্লিনার পদে চাকরি করতেন। প্রায় দুই মাস আগে সে চাকরি ছেড়ে চলে যায়। হাসপাতালে চাকরিকালীন সময়ে বিলাল গত ৬ জানুয়ারি সন্ধ্যায় হাসপাতাল পরিষ্কার করার সময়ে গাড়ির পার্কিং থেকে একটি ওয়াকিটকি পরিত্যক্ত অবস্থায় খুঁজে পায়। পরে ওয়াকিটকি কর্তৃপক্ষের নিকট জমা না দিয়ে সে নিজেই ডিবি পুলিশ সেজে প্রতারণা শুরু করেন। এক পর্যায়ে শুক্রবার রাত ১২টার দিকে স্থানীয় মো. মুছা আহমদের সঙ্গে উপশহর এলাকায় প্রতারণা করার সময় তাদেরকে টহলরত পুলিশ আটক করে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জেদান আল মুসা জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।