খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় রাসেল মোল্লা (২২) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।
শনিবার (২৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে খুলনার ফুলতলা গাড়াখোলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত রাসেল ডুমুরিয়া উপজেলার চেচুড়ি গ্রামের কুদ্দুস মোল্যার ছেলে। সে খুলনার বিএল কলেজের মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের ছাত্র।
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার রাতে ৩ বন্ধু এক মোটরসাইকেলে করে প্রচণ্ড গতিতে যাচ্ছিলেন। পথিমধ্যে ফুলতলা গাড়াখোলা নামক স্থানে পৌঁছালে রাস্তার পাশে থাকা বাঁশের সাথে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে। পরে এলাকাবাসী তাদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিলে চিকিৎসক রাসেল মোল্লাকে মৃত ঘোষণা করেন। অপর দুই জনকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়।