অবৈধ দখল থেকে ৬ কোটি টাকার সরকারি জমি উদ্ধার

জেলা, জাতীয়

কান্ট্রি ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 00:36:46

কক্সবাজার: কক্সবাজার শহরের বাহারছড়া এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। 

শুক্রবার (২৭ জুলাই) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। অভিযানে ৭৪ শতক সরকারি খাস জমি দখলমুক্ত করা হয়। যার বর্তমান বাজার মূল্য আনুমানিক ৬ কোটি টাকা বলে জানিয়েছে অভিযানে নেতৃত্ব দেয়া কক্সবাজার সদর সহকারী কমিশনার (ভূমি) নাজিম উদ্দিন।

সহকারী কমিশনার (ভূমি) নাজিম উদ্দিন বার্তা২৪.কমকে জানান, দীর্ঘদিন ধরে সরকারি জমিতে বিভিন্ন স্থাপনা নির্মাণ করে দখল করে আসছিল প্রভাবশালী মহল। জেলা প্রশাসকের নির্দেশে অভিযান পরিচালনা করে এসব সরকারি জমি দখলমুক্ত করা হয়েছে।

তিনি আরও জানান, দখলমুক্ত হওয়া জমিতে একটি স্কুল নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। যা ইতোমধ্যে অনুমোদনও পেয়েছে। আশা করা যাচ্ছে দ্রুত সময়ের মধ্যে স্কুল নির্মাণের কাজ শুরু হবে।

এ সম্পর্কিত আরও খবর