যুব প্রতিনিধিদলের ভারত সফর: আবেদনের সময় বৃদ্ধি

ঢাকা, জাতীয়

নিউজ ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 18:19:45

ভারতীয় হাই কমিশন “বাংলাদেশ যুব প্রতিনিধিদলের ভারত সফর-২০২০” এর জন্য আবেদনের সময়সীমা বৃদ্ধি করেছে।

রোববার (১ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ: ১৫ মার্চ ২০২০। আবেদনকারীদের নির্ধারিত ফরম্যাটে (https://hcidhaka.gov.in/pdf/CV_Format.pdf) জীবনবৃত্তান্ত পাঠাতে হবে। আবেদনকারীদের byd.dhaka@mea.gov.in এই ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে। আবেদন জমা দেয়ার আগে যোগ্যতার মানদণ্ডসমূহ পড়ার জন্য আবেদনকারীদের অনুরোধ করা হচ্ছে।

বাংলাদেশ যুব প্রতিনিধিদল-২০২০ এর সদস্য নির্বাচনের মানদণ্ড

সম্পূর্ণ ভারত সরকারের অর্থায়নে ‘বাংলাদেশ যুব প্রতিনিধিদল’ ১০০ জন মেধাবী তরুণকে ভারত সফরের সুযোগ করে দেয়।

হাই কমিশন ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রতিবছর এই সফরের আয়োজন করে। আট-নয় দিনের এই সফরে ১০০ জনের তরুণ প্রতিনিধিদলকে ভারতের উন্নয়ন ও সংস্কৃতির বিভিন্ন দিক সম্পর্কে জানার সুযোগ করে দেবে।

বাংলাদেশ যুব প্রতিনিধিদল ২০২০ এর সদস্য নির্বাচনের মানদণ্ড

এই সফরে রয়েছে ভারতের বিভিন্ন বিখ্যাত (সাংস্কৃতিক, শিল্প ও অন্যান্য) জায়গায় ভ্রমণের সুযোগ। ১০০ জনের এই যুব প্রতিনিধিদল ভারতের বিভিন্ন শহরেও ভ্রমণ করবে।

এ সম্পর্কিত আরও খবর