খুলনায় অজ্ঞাতনামা (৩০) এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (০১ মার্চ) সকাল ১১টার দিকে খুলনার দিঘলিয়া উপজেলার হাজীগ্রাম মোল্লার ঘাট নদীতে ভেসে থাকা যুবকের মরদেহটি উদ্ধার করা হয়।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর মোরশেদ জানান, সকালে নদীর পাড়ে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে জানায়। পরে সেখান থেকে অর্ধগলিত যুবকের মরদেহটি উদ্ধার করা হয়। কেউ অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ শনাক্ত করতে পারলে ওসিকে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন।