‘আত্মত্যাগের গৌরবময় অধ্যায় রচনা করেছেন পুলিশ সদস্যরা’

ময়মনসিংহ, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ | 2023-08-29 16:31:42

পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ বলেছেন, ‘জননিরাপত্তা নিশ্চিত করতে দিন-রাত নিরলস পরিশ্রম করে যেতে হয় পুলিশ সদস্যদের। জনগণের সেবা ও রাষ্ট্রের সকল ধরনের দায়িত্ব পালনে তারা জীবন বাজি রাখতেও কুণ্ঠাবোধ করেন না।’

রোববার (১ মার্চ) দুপুরে পুলিশ মেমোরিয়াল ডে-২০২০ উপলক্ষে ময়মনসিংহ পুলিশ লাইন্সে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ময়মনসিংহ জেলা পুলিশ এই অনুষ্ঠানের আয়োজন করে।

ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশিদ বলেন, ‘রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে জীবন উৎসর্গ করে অকুতোভয় পুলিশ সদস্যরা ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাদের এ বিরল আত্মত্যাগের মধ্য দিয়ে নতুন এক ইতিহাস ও গৌরবময় অধ্যায় রচিত হয়েছে। জীবন উৎসর্গকারীদের অবদান আমরা চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করব।’

এতে আরও বক্তব্য দেন- ময়মনসিংহের ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার নিরঞ্জন দেবনাথ, রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড. মো. আক্কাছ উদ্দিন ভূঁঞা, ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু, জেলা প্রশাসক মিজানুর রহমান, জেলা পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা। আলোচনা সভা শেষে দায়িত্ব পালনের সময় নিহত ৬৫ পুলিশ পরিবারের সদস্যদের হাতে ক্রেস্ট, সম্মাননাপত্র ও উপহার তুলে দেন অতিথিরা।

এর আগে, পুলিশ লাইন্সে স্থাপিত ‘চেতনায় অম্লান’ স্তম্ভে শহীদ পুলিশ সদস্যদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন- ময়মনসিংহ রেঞ্জ পুলিশ, জেলা পুলিশ, র‌্যাব-১৪, পিবিআই, সিআইডি, ট্যুরিস্ট পুলিশ, সিটি করপোরেশন মেয়র, জেলা পরিষদ, জেলা আওয়ামী লীগসহ নিহত পুলিশ পরিবারের সদস্যরা।

এ সম্পর্কিত আরও খবর