প্রার্থিতা প্রত্যাহার কিংবা সমর্থনের কোনো চিঠি পাইনি

জেলা, জাতীয়

কান্ট্রি ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-20 18:34:41

বরিশাল: জনগণ ও পার্টির নেতা-কর্মীরা আমার সঙ্গে রয়েছেন। আমার এই মুহূর্তে মাঠ থেকে সরে যাওয়ার কোনো অবস্থা নেই, কোনো সুযোগ নেই। তাই কোনো ধরনের গুজবে কান না দিয়ে নেতাকর্মীকে ৩০ জুলাই পর্যন্ত মাঠে থাকার আহ্বান জানিয়েছেন বরিশার সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী ইকবাল হোসেন (তাপস)।

শুক্রবার (২৭ জুলাই) বিকেলে নগরের অক্সফোর্ড মিশন রোডে জাতীয় পার্টির প্রার্থীর নির্বাচনী প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব কথা বলেন তিনি।

ইকবাল হোসেন বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পোলিং এজেন্টদের প্রশিক্ষণ দেয়ার পাশাপাশি তাদের ১২৩টি কেন্দ্রে নিয়োগ দেয়া হয়েছে। এছাড়াও তাদের ভোটার স্লিপ ও তালিকা দিয়ে স্ব-স্ব কেন্দ্রের দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়েছে।’

আওয়ামী লীগের প্রার্থীকে সমর্থন দেয়ার বিষয়ে তাপস বলেন, ‘এ ধরনের কোনো নির্দেশনা আমি পাইনি। কিংবা প্রত্যাহারের কোনো চিঠিও আমি পাইনি।পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আমাকে যা বলেছেন, তাই আমি করছি। তিনি আমাকে দলীয় মনোনয়নপত্রে স্বাক্ষর দিয়ে বরিশালে পাঠিয়েছেন। পাশাপাশি তিনি আরও বলেছেন প্রতিদ্বন্দ্বিতা করো। আমি তো তাই করছি। তিনি এর বাইরে অন্য কোনো কাগজ আমাকে দেয়নি।’

নির্বাচনে কালো টাকা ও পরিবেশ সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, ‘শুধু নির্বাচন নয়, সব জায়গায় কালো টাকার প্রভাব রয়েছে। এটা আমি একা দূর করতে পারবো না। এজন্য সরকার ও সাধারণ মানুষের সচেতনতার বড়ই প্রয়োজন। তাছাড়া বরিশালে সিটি নির্বাচনের পরিবেশ খারাপ না, এখানে কোনো সহিংসতা ঘটেনি। সব প্রার্থীসহ ভালো অবস্থানেই আছি।’

কিন্তু মধ্যরাতের মোটরসাইকেলের মহড়ার মাধ্যমে প্রশাসনিক কিছু মানুষ আছে যারা ভীতি ছড়াচ্ছে। তাই কারো সহিংসতা রোধ ও কারো পক্ষপাতিত্ব না করার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান জাপা প্রার্থী ইকবাল হোসেন তাপস।

সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা প্রকাশ করে ইকবাল হোসেন বলেন, ‘আমরা পুরোপুরি আস্থা এখনো রাখতে পারছি না। কারণ অভিযোগের বিপরীতে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনায় দৃশ্যমান পদক্ষেপ নিয়ে একটি শক্তিশালী অবস্থান আমাদের সামনে উপস্থাপন করতে পারেনি। তবে এখনো আমরা পর্যবেক্ষণ করছি এবং জনগণকেও আহ্বান জানাবো জনসম্পৃক্ততার মধ্য দিয়ে যাতে তাদের ভোটাধিকার রক্ষা হয়।’

সংবাদ সম্মেলনে জেলা জাপার সভাপতি ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুলসহ মহানগর জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

এ সম্পর্কিত আরও খবর