স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মসমর্পণ

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা) | 2023-08-28 16:42:17

সাভারের আশুলিয়ায় স্ত্রী মোছা. শামসুন্নাহারকে (২২) শ্বাসরোধে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন মো. জামাল হোসেন (৩০) নামে এক ব্যক্তি।

সোমবার (২ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক মিরাজুল ইসলাম।

এর আগে রোববার (১ মার্চ) দিনগত রাতে আশুলিয়ার নরসিংপুরের ইটখোলা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। পরে রাতেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেন জামাল।

নিহত শামসুন্নাহার জামালপুর জেলার মেলান্দহ থানার বাগাডোবা গ্রামের আব্দুস সালামের মেয়ে।

তার স্বামী জামাল একই এলাকার শাজাহান হোসেনের ছেলে। নরসিংহপুর এলাকার একটি পোশাক কারখানার শ্রমিক জামাল একই এলাকার একটি বাসায় স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতেন।

নিহতের স্বজন জানান, শামসুন্নাহার ও জামালের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। তিন-চার দিন আগেও তাদের ঝগড়া হয়। রোববার গভীর রাতে শামসুন্নাহারের বাবার বাড়িতে ফোন করে জামাল বলেন, তার স্ত্রী মারা গেছেন। কিছুক্ষণ পর জামাল থানায় গিয়ে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করার কথা স্বীকার করেন।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মিরাজুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

এ সম্পর্কিত আরও খবর