খুলনায় দু'পক্ষের সংঘর্ষে ছাত্রলীগ নেতা নিহত

খুলনা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, খুলনা | 2023-09-01 09:43:17

খুলনার কয়রায় দু`গ্রুপের সংঘর্ষে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাদিউজ্জামান রাসেল নিহত হয়েছেন।

সোমবার (০২ মার্চ) সকালে খুলনা মেডিকেল কলেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে রোববার বিকেলে কয়রা উপজেলার বাগালি ইউনিয়নের বাইলহারানিয়া এলাকায় বাতিকাটা খালে নির্মাণাধীন ব্রিজের কাজকে কেন্দ্র করে দু`পক্ষের সংঘর্ষে রাসেলসহ কয়েকজন আহত হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল ১১টার দিকে স্থানীয় হাফিজুর রহমানের তিন ছেলে তুহিন হোসেন (৪০), বাবু (৩৭) ও মিলন (৩০) শ্রমিকদের বাতিকাটা খালের উপর নির্মাণাধীন ব্রিজের ঢালাই বন্ধ করতে বলেন। একপর্যায়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এসে বিষয়টি মীমাংসা করে দেন। এরপর বিকেল ৪টার দিকে কয়রা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হাদিউজ্জামান রাসেল ও তার সঙ্গীরা ঘটনাস্থলে এলে তুহিন ও তার ভাইয়েরাসহ কয়েকজন তাদের ওপর হামলা চালান। এতে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। ব্রিজের কাজ নিয়ে রাসেল ও তুহিন গ্রুপের মধ্যে বিরোধ ছিল। সংঘর্ষে রাসেল, ইয়াছিন আরাফাত (১৯), রাজু (২২), আব্দুল্যাহ (২৯), আবুল হাসান (২০), সেলিম (৩২), তুহিন হোসেন ও মিলনসহ কয়েকজন আহত হন। এ অবস্থায় তাদের উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে আহতদের মধ্যে রাসেলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে রাসেল মারা যান।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হোসেন জানান, এ ঘটনায় মামলা হলে পরবর্তী ব‌্যবস্থা নেওয়া হবে।

 

এ সম্পর্কিত আরও খবর