মশা নিধনে তৎপর মেয়র আতিক

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-31 10:42:39

আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ না করলেও বসে নেই ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। তিনি প্রতিদিনই ডিএনসিসি’র কোথাও না কোথাও কর্মকর্তাদের কাজের তদারকি করছেন।

তারই অংশ হিসেবে সোমবার (২ মার্চ) রাজধানীর উত্তর ৩ নং সেক্টরে মশার ওষুধ স্প্রে কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি মশক নিধন কর্মীদের কাছে জানতে চান ওষুধ ছিটানোর পরেও মশা মরছে না, কারণ কি?

এ সময়, মশার ওষুধের নমুনা সংগ্রহ থেকে সকল কাজে স্বচ্ছতা আনতে মেয়র কর্মকর্তাদের নির্দেশনা দেন। এবার যেন কোনোভাবেই মশার উপদ্রব চরম পর্যায়ে না পৌঁছায় সেজন্য মশক নিধন কর্মীদের মাঠে থাকতে বলা হয়েছে। কেউ কাজে গাফিলতি করলে শাস্তি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন মেয়র।

প্রসঙ্গত, গত ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর গত ২৭ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়ররা শপথ নেন। ঢাকার দুই সিটি করপোরেশনের বর্তমান মেয়রদের মেয়াদ শেষ হবে আগামী ১৬ মে।

এ সম্পর্কিত আরও খবর