ভোট দিয়ে দেশ গড়ায় অংশ নিন

রংপুর, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-08-26 22:12:58

ভোটাধিকার প্রয়োগ করে দেশ গড়ায় নতুন প্রজন্মকে অংশ নিতে আহ্বান জানিয়েছেন রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার জাকির হোসেন।

তিনি বলেন, ভোটের মাধ্যমে দেশের নেতৃত্ব নির্ধারণ হয়। ভোট দেয়া নাগরিক অধিকার। জনগণকে সচেতনতা হতে হবে। প্রতিটি নির্বাচনে নতুন ভোটাররা বেশি গুরুত্ব বহন করে।

সোমবার (২ মার্চ) দুপুরে রংপুর টাউন হল মিলনায়তনে জাতীয় ভোটার দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি একথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে জাকির হোসেন বলেন, এখন আগের চেয়ে জাল ভোট কমেছে। কারচুপির দিন শেষ। জনগণ অনেক সচেতন। নতুন ভোটাররা আরও বেশি সচেতন। সরকার ভোটারদের ভোট প্রদানের মাধ্যমে দেশ গড়ায় অংশ নিতে উৎসাহিত করছে। একারণে ভোটাধিকার প্রয়োগ এখন উৎসবে পরিণত হয়েছে।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ, জেলা প্রশাসক আসিব আহসান, জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার প্রমুখ।

বর্ণাঢ্য শোভাযাত্রা

এতে সভাপতিত্ব করেন রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সরকার আশরাফুল আলম। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম প্রমুখ।

এরআগে সকালে ভোটার দিবসের প্রতিপাদ্য 'ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব' স্লোগানে আঞ্চলিক নির্বাচন অফিস চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু করা হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হল চত্বরে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়।

এ সম্পর্কিত আরও খবর