২ মার্চকে জাতীয় পতাকা দিবস ঘোষণার দাবি

রংপুর, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-08-28 04:14:34

বাংলাদেশের নতুন প্রজন্মকে স্বাধীনতা আন্দোলনে প্রথম পতাকা উত্তোলনের ইতিহাস জানাতে ২ মার্চকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় পতাকা দিবস ঘোষণার দাবি জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি।

সোমবার (২ মার্চ) রংপুর প্রেসক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধন সমাবেশ থেকে এ দাবি জানান জেএসডি’র রংপুর জেলা কমিটির নেতারা।

সমাবেশে বক্তারা বলেন, মহান স্বাধীনতা আন্দোলনে ১৯৭১ সালের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে ছাত্র-শ্রমিক-জনতার সমাবেশে স্বাধীনতার পতাকা উত্তোলন করেন ডাকসুর তৎকালীন ভিপি আ স ম আবদুর রব। নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার পতাকা উত্তোলনের ইতিহাস জানাতে হবে।

এতে বক্তব্য রাখেন— জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি রংপুর জেলা কমিটির সভাপতি আমিন উদ্দিন বিএসসি, সাধারণ সম্পাদক আব্দুল ছাদেক জিহাদী, মহানগরের সভাপতি সাদেকুর রহমান, সহ-সভাপতি আতিয়ার রহমান প্রমুখ।

জেএসডি’র নেতারা বলেন, একটি পতাকা জাতির আত্মপরিচয়ের অন্যতম প্রতীক। সেই লাল-সুবজের পতাকা উত্তোলন ঐতিহাসিক ঘটনা। বাঙালি জাতি স্বাধীনতার পতাকা উত্তোলনের মাধ্যমে পাকিস্তানি শাসকগোষ্ঠীকে চূড়ান্ত সংগ্রামের বার্তা দিয়েছিল।

রাষ্ট্রীয়ভাবে মুক্তিযুদ্ধের ইতিহাসে স্মরণীয় ঐতিহাসিক ২ মার্চকে জাতীয় পতাকা দিবস অথবা স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস হিসেবে ঘোষণা করতে সরকারপ্রধানের প্রতি আহ্বান জানান নেতারা।

এর আগে জাতীয় পতাকা হাতে একটি মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ করে। পরে প্রেসক্লাব চত্বরে সমাবেশে অংশ নেন জেএসডির নেতাকর্মীরা।

এ সম্পর্কিত আরও খবর