খুলনা বিভাগীয় পাসপোর্ট অফিস থেকে একরামুল্লাহ্ (২২) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে পাসপোর্ট করতে আসেন তিনি।
সোমবার (২ মার্চ) সোমবার দুপুরে তাকে আটক করা হয়।
পাসপোর্ট অফিসের বিভাগীয় পরিচালক মো. শাহাদাত হোসেন জানান, তার গতিবিধি প্রথমে সন্দেহ হয়েছিল, পরে ফিঙ্গারপ্রিন্ট না মেলায় তাকে আটক করা হয়েছে।
একরামুল্লাহ্ মিয়ানমারের আরাকান রাজ্যের বাসিন্দা মো. আব্দুল আমিনের ছেলে। পাসপোর্ট করার জন্য রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে খুলনায় আসেন তিনি।