খুলনার আঠারবেকি নদীর তীর থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২ মার্চ) বিকেলে জেলার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়ন সংলগ্ন আঠারবেকি নদীর তীর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। তার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
রূপসা থানার সাব-ইন্সপেক্টর ইন্দ্রজিৎ মল্লিক জানান, আঠারবেকি নদী থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় ১২-১৫ দিন আগে ওই নারীকে হত্যার পর নদীতে ফেলে দেয়া হয়। তার পরিচয় এখনো পাওয়া যায়নি।
মরদেহের বিভিন্ন স্থানে প্রায় ১০টি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। হত্যার পরে একটি লোহার পাতে বেঁধে মরদেহটি পানিতে ফেলা হয়। অনেকদিন পানিতে থাকায় মরদেহটি বিকৃত হয়ে গেছে বলেও জানান তিনি।