পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, মুজিব শতবর্ষের অনুষ্ঠানে আসা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সর্বোচ্চ সম্মান দেওয়া হবে।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুর ২টায় সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের বন্ধুরাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ সম্মানই জানাবে সরকার। দেশের সাধারণ মানুষও মোদিকে সম্মান জানাবে। যারা নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করছেন এটা তাদের নিজস্ব ব্যাপার।
এর আগে খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মুজিব বর্ষে আমরা ভালো কাজ করতে চাই। আমরা বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করতে চাই। বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা দিয়েছেন। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের অর্থনীতিতে এগিয়ে নিচ্ছেন। আমরা দারিদ্র্যের অভিশাপ থেকে মুক্ত হতে চাই। আগামী ৫ বছরে দারিদ্র্যমুক্ত দেশ হতে চাই।
তিনি বলেন, দেশে কেউ আর গৃহহীন থাকবে না। যারা গৃহহীন তাদের বাসস্থানের ব্যবস্থা করার অঙ্গীকার করেছি আমরা। ধাপে ধাপে তা পূরণ করা হবে। শেখ হাসিনার স্বপ্ন হচ্ছে বাংলাদেশকে সোনার বাংলা গড়ে তোলা। যেখানে অন্ন, বস্ত্র, বাসস্থানের কোনও সমস্যা থাকবে না। শেখ হাসিনা যেভাবে হাল ধরেছেন, তা পূরণ হবেই।
এসময় উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, আওয়ামী লীগ নেতা আজাদুর আজাদ, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও খাদিমনগর ইউনিয়নের চেয়ারম্যান আফসর আহমদ।