ভুল চিকিৎসায় অন্তঃসত্ত্বা নিহত, চিকিৎসকরা পলাতক

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 07:00:59

সাভার: সাভারে একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় শেফালী আক্তার (২৪) নামে এক অন্তঃসত্ত্বা নারী মারা গেছেন। 
 
শনিবার (২৮ জুলাই) সকালে সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লায় রূপসী বাংলা হাসপাতালে এ ঘটনা ঘটে।
 
নিহত শেফালী গাজীপুর জেলার সদর থানার ইছড় গ্রামের সাকিবুল হাসানের স্ত্রী। এ ঘটনার পর থেকে হাসপাতালের চিকিৎসকরা পলাতক রয়েছেন।
 
নিহত ওই নারীর মা আমেনা আক্তার জানান, গত ২৬ জুলাই বিকেলে প্রসব ব্যাথা উঠলে বাচ্চা হওয়ার জন্য শেফালীকে এক দালালের মাধ্যমে রূপসী বাংলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে সিজার না করে হাসপাতালের ডাক্তার ওষুধ খাওয়ান। ওষুধ খাওয়ার পরে ব্যাথা আরও বেশি উঠলে রোগীর আর খোঁজ-খবর নেয়নি হাসপাতালের কর্তৃপক্ষ। এমন অবস্থায় শনিবার সকালে তার মেয়ের মৃত্যু হয়। ভুল চিকিৎসায় মৃত্যু হওয়ার পরে ওই হাসপাতালের চিকিৎসকরা পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। 
 
স্থানীয়রা জানায়, রূপসী বাংলা হাসপাতালে নেই কোনো অভিজ্ঞ চিকিৎসক। তাই অদক্ষ চিকিৎসক দিয়ে হাসপাতালের রোগীদের চিকিৎসা সেবা চলছে।
 
এ বিষয়ে সাভার মডেল থানার এসআই এনামুল জানান, রোগীর স্বজনদের অভিযোগের ভিত্তিতে ওই হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ সম্পর্কিত আরও খবর