নিরাপত্তার চাদরে ঢাকছে সিলেট

সিলেট, জাতীয়

নূর আহমদ, সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-20 10:51:58

সিলেট: সিলেট সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিরাপত্তার চাদরে ঢাকছে সিলেট। শনিবার (২৮ জুলাই) থেকে বিজিবি টহল শুরু হয়েছে। বিভিন্ন জেলা থেকে অতিরিক্ত পুলিশ সদস্যরা সিলেট পুলিশ লাইনে এসে পৌঁছেছে। কেন্দ্রের তালিকা দেখে দেখে তারা দায়িত্ব বুঝে নিচ্ছে।

বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল নাসির উদ্দিন জানান, শনিবার সকাল থেকে ১৪ প্লাটুন বিজিবি সদস্য টহল শুরু করেছে। নির্বাচনের দিনের জন্য আরও ৪ প্লাটুন বিজিবি প্রস্তুত রাখা হয়েছে। তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে নিয়োজিত থাকবে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (মিডিয়া) আব্দুল ওয়াহাব জানান, নির্বাচনের ১৩৪টি ভোট কেন্দ্রের ৮০টিকে গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) কেন্দ্র হিসেবে দেখছে পুলিশ। গুরত্বপূর্ণ কেন্দ্রগুলোতে ২৪ জন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্বে থাকবে। এছাড়া সাধারণ প্রতিটি কেন্দ্রে ২২ জন করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবে। এর মধ্যে ৭ জন পুলিশ, ১২ জন আনসার সদস্য থাকবে।

ওয়াহাব আরও জানান, সিলেটে ২ হাজার ৯৪৮ জন পুলিশ সদস্য নির্বাচনী দায়িত্ব পালন করবে।

সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামান জানান, নির্বাচনের দিন আইন-শৃঙ্খলার দায়িত্বে ৯টি স্ট্রাইকিং ফোর্স, মোবাইল টিম ৯টি, ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৯ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন। এছাড়া নির্বাচনের আগ থেকেই র‌্যাবেরও ২৭টি টিম মাঠে থাকবে।

সিলেট সিটি করপোরেশনের রিটার্নিং অফিসার আলীমুজ্জামান জানান, নির্বাচনে ১৩৪ জন প্রিসাইডিং অফিসার, ৯২৬ জন সহকারী প্রিসাইডিং অফিসার ও ১ হাজার ৮৫২ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন। তিনি জানান, নির্বাচন কমিশন সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। যথাসময়ে ব্যালট পেপার ও ব্যালট বাক্স তারা কেন্দ্রে পৌঁছে দেবে।

আগামী ৩০ জুলাই অনুষ্ঠিত হবে সিলেট সিটি করপোরেশনের বহুল প্রত্যাশিত নির্বাচন। এতে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী সদস্য সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী হিসেবে মহানগর জামায়াতের আমির অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের (টেবিল ঘড়ি), ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী হিসেবে ডা. মোয়াজ্জেম হোসেন (হাত পাখা), সিপিবি বাসদের প্রার্থী কমরেড আবু জাফর (মই) এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে এহসানুল হক তাহের (হরিণ) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কাউন্সিলর (সাধারণ) পদে ১২৭ জন ও সংরক্ষিত ওয়ার্ডে ৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সিলেট সিটি করপোরেশনের সর্বমোট ৩ লাখ ২১ হাজার ৭৩২ জন ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ৭১ হাজার ৪৪৪ জন ও নারী ভোটার ৫০ হাজার।

এ সম্পর্কিত আরও খবর