খালেদার সাজা বাড়াতে আপিল প্রস্তুতি দুদকের

, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক ২ | 2023-08-05 13:29:35

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা বাড়াতে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে দুদক। কমিশনের এই সিদ্ধান্ত ইতোমধ্যে দুদকের আইনজীবীদের জানিয়ে দেওয়া হয়েছে। সোমবার বিষয়টি গণমাধ্যমকে জানিয়ে দুদক কৌঁসুলি খোরশেদ আলম খান বলেন, আমরা প্রস্তুতি নিচ্ছি। শিগগির আবেদন করা হবে। প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় ৫ বছরের কারাদণ্ডাদেশ পেয়ে গত ৮ ফেব্রুয়ারি থেকে পুরান ঢাকার নাজিমউদ্দিন সড়কের পুরনো কারাগারে বন্দি আছেন। বয়স বিবেচনায় বেগম খালেদা জিয়ার ৫ বছরের জেল হয়। অন্যদের সাজা দেওয়া হয়েছে ১০ বছর। তার জামিনে মুক্তি আটকাতেও সরকার বাধা দিচ্ছে বলে বিএনপি নেতাদের অভিযোগ। পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর মামলার নথি নিম্ন আদালত থেকে এনে তা দেখে গত ১২ মার্চ খালেদা জিয়াকে চার মাসের জামিন দেয় হাই কোর্টের একটি বেঞ্চ। এ জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ ও দুদকের আবেদনের পর নিয়মিত লিভ টু আপিল করলে আপিল বিভাগ তা গ্রহণ করে আগামী ৮ মে আপিল শুনানির জন্য রেখেছে। ফলে সে পর্যন্ত বের হতে পারছেন না খালেদা। সোমবার সকালে সর্বোচ্চ আদালত থেকে এ আদেশ পাওয়ার পর বিকালে সাজার রায়ের বিরুদ্ধে দুদকের আপিলের সিদ্ধান্ত এল।

এ সম্পর্কিত আরও খবর