চট্টগ্রামের পটিয়ায় ‘ফ্রি হার্ট ও হেলথ ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ‘ফ্রি হার্ট ও হেলথ ক্যাম্প, পটিয়া আয়োজক কমিটি’-এর উদ্যোগে ও চট্টগ্রামের ইসলামী ব্যাংক হাসপাতালের সহযোগিতায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ডাইরেক্টর ও ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ডা. তানভীর আহমেদ ক্যাম্পে উপস্থিত থেকে রোগীদের চিকিৎসা সেবা দেন।
এ সময় তিনি বলেন, ‘ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পরিচালিত ১৯টি হাসপাতাল দেশব্যাপী রোগীদের উন্নত চিকিৎসা সেবা দিচ্ছে।’
আরো উপস্থিত ছিলেন- সাবেক সচিব ও সাবেক আইজিপি আমম নাসরুলাহ খান, পটিয়া পৌরসভার মেয়র হারুনূর রশিদ ও ভাইস-চেয়ারম্যান তিমির বরণ চৌধুরী।
অনুষ্ঠানে ‘হৃদরোগ, বর্তমান প্রেক্ষিত ও দেশে বিদ্যমান চিকিৎসা ব্যবস্থা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ডা. কায়সার নসরুলাহ খান।
প্রসঙ্গত, এ ক্যাম্পে প্রায় ১৫০০ জন রোগী বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ সেবা পেয়েছেন। এছাড়াও তারা বছরব্যাপী ইসলামী ব্যাংক হাসপাতাল আগ্রাবাদ, চট্টগ্রামে সকল প্যাথলজি ও ইমেজিং টেস্টে ৫০% ছাড় সুবিধা নিতে পারবেন।