সিলেটে অভ্যন্তরীণ কোন্দলে ছাত্রলীগ কর্মী অভিষেক দে দ্বীপ হত্যার প্রায় একমাস হলেও নতুন কোনও আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। গত ৬ ফেব্রুয়ারি নগরের টিলাগড় মোড়ে গ্রিনহিল স্টেট কলেজের ছাত্র অভিষেককে হত্যা করা হয়। ঐদিন রাতেই গ্রেফতার করা হয় প্রধান অভিযুক্ত আরেক ছাত্রলীগ কর্মী সৈকত রায় সমুদ্রকে।
গত ৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় নিহতের বাবা দীপক দে বাদী হয়ে সৈকতকে প্রধান আসামি করে পূজন, সাগর ও সৌরভসহ অজ্ঞাত আরও চারজনকে আসামি মোট আটজনের বিরুদ্ধে শাহপরান থানায় মামলা দায়ের করেন। এরপর গত একমাসেও নতুন করে কোনও আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
তবে পুলিশের দাবি, আসামিদের গ্রেফতারে তাদের চেষ্টা অব্যাহত আছে।
জানা গেছে, সরস্বতী পূজায় কথা কাটাকাটির জের ধরে এই হত্যার ঘটনা ঘটেছে। হামলায় নেতৃত্বদানকারী সৈকত রায় সমুদ্র সিলেট সরকারি কলেজের ছাত্র। সৈকত ও নিহত দ্বীপ দুইজনই আওয়ামী লীগ নেতা রণজিৎ সরকারের গ্রুপে সক্রিয় ছিলো।
এ বিষয়ে শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, আমরা চেষ্টা করছি আসামিদের গ্রেফতার করতে। নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আমাদের আন্তরিকতার কোনও অভাব নেই।
তিনি বলেন, সৈকতকে ইতোমধ্যে রিমান্ডে নেয়া হয়েছে। তার দেয়া তথ্য নিয়ে আমরা কাজ করছি।