চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে সবগুলো ভোটকেন্দ্র পাহারা দেয়ার নির্দেশ দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে কাজির দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত বর্ধিত সভায় এ নির্দেশনা দেন তিনি।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ঢাকায় আওয়ামী শতভাগ নির্বাচনী বিধি ভঙ্গ করেছে। নির্বাচন কমিশন অভিযোগ দিলেও কোন কাজ হয় না। নির্বাচন কমিশনে কোন ধরনের বিচার নেই। সকলের প্রতি সমানভাবে আইন প্রয়োগের আহ্বান জানাচ্ছি।
তিনি বলেন, ইতোমধ্যে বিএনপির প্রার্থীর বাসায় পুলিশ হামলার দেওয়া শুরু হয়েছে। মাস্তানি, দখলবাজি আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী। তাদের ধরুন। নিরীহ মানুষের প্রতি কোন জুলুম করবেন না। নির্বাচন পর্যন্ত কোন ধরনের গ্রেফতার না করার আহ্বান জানাই।
তিনি আরও বলেন, নির্বাচনের পর থেকে আবার গ্রেফতার করেন সমস্যা নেই। বিএনপির নেতাকর্মীরা জুমুল নির্যাতন করতে করতে কাঠি সোনাতে পরিণত হয়েছে। সব ঠিক থাকলে বিশাল ভোটে বিএনপি বিজয় লাভ করবে। এই নির্বাচনের মাধ্যমে জনগণ যেন তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পায় সেই ব্যবস্থা করতে হবে।
কেন্দ্রীয় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহাবুবের রহমান শামীম, বিএনপির মেয়রপ্রার্থী ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান, সাধারন সম্পাদক আবুল কাশেম বক্করসহ বিভিন্ন থানার নেতারা।