চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে এক মেয়রসহ ১১ প্রার্থীর মনোনয়ন যাচাই-বাচাইয়ের পরে প্রার্থীতা বাতিল করে নির্বাচন কমিশন। পরে তারা আপিল করলে শুক্রবার (৬ মার্চ) বেলা ১১টা থেকে আপিলের শুনানি শুরু হয়।
আপিল করা প্রার্থীদের মধ্যে একজন মেয়র ও বাকি ১০ জন কাউন্সিলর প্রার্থী।
শুনানিতে উপস্থিত আছেন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ, অতিরিক্ত কমিশনার শংক রঞ্জন শাহাসহ শীর্ষ কর্মকর্তারা।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ বলেন, যে ১১ প্রার্থী আপিল করেছেন তাদের উভয় পক্ষের কথা শুনেছি। বিকেলের মধ্যে রেজাল্ট জানিয়ে দেয়া হবে।