নিরাপত্তার চাদরে ঢেকেছে বরিশাল, সকল প্রস্তুতি সম্পন্ন

বরিশাল, জাতীয়

কান্ট্রি ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-20 17:29:43

বরিশাল: রাত পোহালেই শুরু হবে ভোটগ্রহণ। এ উপলক্ষে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।  নিরাপত্তার চাদরে ঢাকা পড়েছে পুরো বরিশাল নগরী। 

রোববার (২৯ জুলাই) দুপুর আড়াইটায় ভোটগ্রহণের ব্যালট পেপারসহ সকল সরঞ্জামাদি প্রিসাইডিং অফিসারদের কাছে বুঝিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মুজিবুর রহমান। 

তিনি বলেন, ‘নির্বাচনের যাবতীয় প্রস্তুতি শেষ। আমরা দুপুর আড়াইটা থেকে নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু করব।’

রিটার্নিং এই কর্মকর্তা আরও বলেন, ‘ঢাকা থেকে আমাদের নিজস্ব পর্যবেক্ষক আসছে। এরা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।’

পোলিং এজেন্টদের বিষয়ে তিনি বলেন, ‘নির্বাচনের সময় পোলিং এজেন্টদের কাজে বাধা দেওয়ার কোনো সুযোগ নেই। তবে বিষয় হচ্ছে অনেক প্রার্থীই পোলিং এজেন্ট দেন নাই। কিন্তু সে বিষয়টাও আমরা খেয়াল করছি।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মুজিবুর রহমান জানান, শনিবার পর্যন্ত যেসব অভিযোগের সত্যতা পাওয়া গেছে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।’

এদিকে ২৮ তারিখ সন্ধ্যা ৬টা থেকে ৩১ জুলাই পর্যন্ত বরিশাল নগরীতে মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আনা হয়েছে। নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১৯ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়াও শনিবার সকাল থেকে বিজিবি সদস্যরা নগরের বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে। ১০ জন বিচার বিভাগীয় (জুডিশিয়াল) হাকিম ও ৫৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটও দায়িত্ব পালন করছেন।

এ সম্পর্কিত আরও খবর