সিসিকে দায়িত্ব বুঝে নিচ্ছেন প্রিসাইডিং অফিসাররা

সিলেট, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-23 00:08:32

 

সিলেট: সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে ভোট গ্রহণের জন্য দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বপ্রাপ্ত বাহিনীর লোকজন জড়ো হয়েছেন আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে।

রোববার (২৯ জুলাই) সকাল থেকে তাদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

নগরীর মেন্দিবাগস্থ নির্বাচন কমিশনের সার্ভার স্টেশনের পাশে আবুল মাল আব্দুল মহিত ক্রীড়া কমপ্লক্স থেকেই মূলত নিয়ন্ত্রণ হচ্ছে ব্যালট বাক্স বিতরণ ও সরবরাহ কার্যক্রম। শুরুতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন বুঝে নেন তাদের দায়িত্ব। এরপর প্রিসাইডিং অফিসাররা ব্যালট পেপার ও সরঞ্জামাদি বুঝে নিচ্ছেন।

সিলেট সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার ও সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলীমুজ্জামান জানান, ভোটগ্রহণে তারা পুরোপুরি প্রস্তুত। সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব বুঝিয়ে দেয়া হচ্ছে।

নির্বাচনে ভোটগ্রহণে ১৩৪টি কেন্দ্রে ১৩৪ জন প্রিসাইডিং অফিসার, ৯২৬ জন সহকারী প্রিসাইডিং অফিসার ও ১ হাজার ৮৫২ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন। মোট ভোটার ৩ লাখ ২১ হাজার ৭৩২ জন।

এ সম্পর্কিত আরও খবর