সিলেটে ‘৭ মার্চের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা

সিলেট, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট | 2023-08-25 14:58:02

সিলেটে ‘ঐতিহাসিক ৭ মার্চের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ মার্চ) সকাল ১০টায় সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে সিলেট জেলা প্রশাসন।

সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ৭ মার্চে বঙ্গবন্ধু বাঙালি জাতিকে স্বাধীনতা যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। তার আহ্বানেই বাঙালি জাতি যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করে। ঐতিহাসিক ভাষণটির কারণেই আজ আমরা স্বাধীন জাতি হিসেবে বিশ্বের মানচিত্রে নিজের স্থান করে নিয়েছি।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক আসলাম উদ্দিন, শারমিন ইসলাম, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।

এ সম্পর্কিত আরও খবর