সোনালী ব্যাংকের জিএম ননী গোপালের তিন বছরের কারাদণ্ড

জেলা, জাতীয়

কোর্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 19:57:23

ঢাকা: সম্পদ হিসাব দাখিল না করায় (দুদক) দায়ের করা মামলায় সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার ননী গোপাল নাথের তিন বছরের কারাদন্ড এবং ১০ লাখ টাকা অর্থদন্ডের রায় দিয়েছেন আদালত।

রোববার (২৯ জুলাই) ঢাকার বিশেষ জজ-৫  এর বিচারক  ড. মো. আখতারুজ্জামান এ আদেশ দেন। রায়ের  তিনি আরও উল্লেখ করেন, অর্থদন্ডের ১০ লাখ ঢাকা ৬০ দিনের মধ্যে রাষ্ট্রের অনুকুলে আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে। ননী গোপাল নাথ মামলার শুরু থেকে পলাতক রয়েছেন।

দুদকের দায়ের করা মামলার অভিযোগে বলা হয়,  দুদুকের হাতে আসামি ননী গোপাল নাথের  অর্ধেক সম্পদ অর্জণের তথ্য থাকায় ২০১৫ সালের ১ এপ্রিল তাকে সম্পদের হিসাব দাখিলের নোটিশ দেন দুদক। কিন্তু আসামি নোটিশ পেয়েও হিসাব  দাখিল না করায় দুদুক ২০১৬ সালের ৩১ জানুয়ারী রমনা থানায় মামলাটি দায়ের করেন  মামলাটির তদন্তের পর দুদুকের সহকারী পরিচালক মো. মজিবুল রহমান আদালতে চার্জশিট দাখিল করেন।

এ সম্পর্কিত আরও খবর