রংপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে প্রশাসন

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-09-01 11:15:01

রংপুর সদর উপজেলার মমিনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে জেলা প্রশাসনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা। ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোকে দেয়া হয় শুকনা খাবার, কম্বল, শাড়ি ও লুঙ্গিসহ নগদ অর্থ।

রোববার (৮ মার্চ) দুপুরে সদর উপজেলার মমিনপুরের ফরিয়াপাড়ায় এসব বিতরণ করা হয়।

রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সৈয়দ এনামুল কবীর ও সদর উপজেলা চেয়ারম্যান নাছিমা জামান ববি ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা সামগ্রী তুলে দেন। এসময় ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছাড়াও বর্তমান ও সাবেক ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ঘর বাড়ি

উল্লেখ্য, শনিবার (৭ মার্চ) মধ্যরাতে মমিনপুর ইউনিয়নের ফরিয়াপাড়ায় অগ্নিকাণ্ডে ১৩টি পরিবারের সতেরটি টিন-শেড ঘর, গবাদি পশু, ঘরের আসবাবপত্র ও নগদ লক্ষাধিক টাকা আগুনে ভস্মীভূত হয়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হচ্ছে।

বর্তমানে খোলা আকাশের নিচে অসহায় পরিবারের ৩০ জন সদস্য মানবেতর জীবন যাপন করছে।

এ সম্পর্কিত আরও খবর