বাংলাদেশ জাতীয় জাদুঘর আইন ২০১৯ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আইনে ভার্চুয়াল জাদুঘর করার বিষয়টি যুক্ত করা হয়েছে।
সোমবার (০৯ মার্চ) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এ আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।
পরে দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।
তিনি জানান, আইনে ২৫টি ধারা রয়েছে। অন্যান্য প্রতিষ্ঠানের মতো এটি পরিচালনা করা হবে। এতে প্রত্নতাত্ত্বিক বোর্ড গঠনের কথা বলা হয়েছে। সেখানে একজন মহাপরিচালক থাকবেন। আর একজন কিউরেটর ও একজন অ্যাসিস্ট্যান্ট কিউরেটর থাকবেন, যেটি আগে ছিল না।
সচিব জানান, ভার্চুয়াল জাদুঘর করার বিষয়টি আইনে যুক্ত করা হয়েছে। আগে এটি ছিল না, আজকের বৈঠকে এটি যুক্ত করা হয়েছে। আগে ডিজিটাল জাদুঘরের বিষয়টি ছিল। কিন্তু ভার্চুয়াল নতুন সংযোজন। যারা যাদুঘরে যাবেন না, তারা যেন ভার্চুয়াল জাদুঘরে সব দেখতে পারেন, সেজন্য এটি করা হয়েছে।