আগেই ভোট দিতে আসলাম, পরে কী হয় জানি না

জেলা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-10 02:32:54

সিলেট: সিলেট সিটি করপোরেশন নির্বাচনের বহুল প্রত্যাশিত ভোটগ্রহণ শুরু হয়েছ। উৎসবমুখর পরিবেশে ১৩৪টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। 
সোমবার (৩০ জুলাই) সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ কার্যক্রম চলবে বিকেল ৪টা পর্যন্ত। এখানে আওয়ামী লীগ, বিএনপি মনোনীত প্রার্থীসহ মেয়র পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
 
সকাল ৮টায় নগরীর শাহজালাল জামেয়া ইসলামিয়া মাদরাসা কেন্দ্রে গিয়ে দেখা যায়, অনেকেই সকাল সকাল ভোট দিতে কেন্দ্রে চলে এসেছেন। তবে উপস্থিতি খুবই কম। 
 
শামসুল ইসলাম নামের এক ভোটার বলেন, ‘একটু আগেভাগেই ভোট দিতে আসলাম, পরে কী হয় জানি না। সকাল বেলাতো, মনে হচ্ছে শান্তিপূর্ণই হবে।’
 
মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান (নৌকা), বিএনপির প্রার্থী সদ্য সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী সিলেট মহানগর জামায়াতের আমির অ্যাডভোকেট এহসানুল মাহবুবব জুবায়ের (টেবিল ঘড়ি), সিপিবি বাসদের প্রার্থী কমরেড আবু জাফর, ইসলামী আন্দোলনের প্রার্থী ডা. মোয়াজ্জেম হোসেন (হাতপাখা) ও স্বতন্ত্র প্রার্থী এহসানুল হক তাহের (হরণি) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 
 
বিএনপির বিদ্রোহী প্রার্থী বদরুজ্জামান সেলিম (বাসগাড়ি) নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। ফলে প্রতিদ্বন্দ্বিতা হবে এই ৬ প্রার্থীর মধ্যে। 
 
সিলেট সিটি করপোরেশনে এবার ৩ লাখ ২১ হজার ৭৩২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। কাউন্সিলর (সাধারণ) পদে ১২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংরক্ষিত কাউন্সিলর পদে ৫৫ জন প্রার্থী রয়েছেন।
 
এদিকে রোববার (২৯ জুলাই) থেকে সিলেটকে নিরাপত্তার চাদরে ঢেকেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিজিবি টহল জোরদার রয়েছে। সব কেন্দ্রে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ, র‌্যাব মোতায়েন রয়েছে। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। 
 

এ সম্পর্কিত আরও খবর