বেশি দামে মাস্ক বিক্রি, ২ ফার্মেসির জরিমানা

ময়মনসিংহ, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ | 2023-08-25 10:45:42

ময়মনসিংহে সার্জিক্যাল মাস্কের দাম নিয়ন্ত্রণে রাখতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় বেশি দামে মাস্ক বিক্রি ও পণ্যের রশিদ সংরক্ষণ না করার অপরাধে দুইটি ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (৯ মার্চ) দুপুরে নগরের দুর্গাবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদুর রহমান।

তিনি জানান, অতিরিক্ত মূল্যে মাস্ক বিক্রি প্রতিরোধে এ অভিযান চালানো হয়। অভিযানে বেশি দামে সার্জিক্যাল মাস্ক বিক্রি ও পণ্যের চালান রশিদ না দেখাতে পারায় ওই এলাকার বায়োল্যাব সার্জিক্যাল ফার্মেসিকে ভোক্তা অধিকার আইনে দশ হাজার টাকা এবং এস কে মেডিসিন ফার্মেসিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদুর রহমান বলেন, দোকানিদের প্রতি মাস্কে ২০ থেকে ২৫ ভাগের বেশি মুনাফা অর্জন করতে পারবেন না। কেউ যদি আইন ও নির্দেশনা অমান্য করে অতিরিক্ত মুনাফা এবং পণ্যের যথাযথ রশিদ সংগ্রহ-সংরক্ষণ না করে তাহলে আইন অনুযায়ী তাদের শাস্তি দেওয়া হবে।

বাজার নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

এ সম্পর্কিত আরও খবর