এলডিসি উত্তরণ সেবা সপ্তাহ শুরু আজ

, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক ২ | 2023-08-15 04:31:38

  স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে প্রথম ধাপ সফলভাবে অতিক্রম করায় বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা, অধিদফতরের উদ্যোগে আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে সেবা সপ্তাহ। আগামী ২৫ মার্চ পর্যন্ত সারাদেশে এই সপ্তাহ পালিত হবে। প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগ সংশ্লিষ্ট সব অংশীজনকে সম্পৃক্ত করে সেবা সপ্তাহ পালনে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এগুলোর মধ্যে সেবার মান বৃদ্ধির পাশাপাশি অনলাইনভিত্তিক সেবা প্রদান, সভা, সেমিনার, সিম্পোজিয়ামের আয়োজন থাকছে। চিত্রাঙ্কনসহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতার আয়োজনও থাকবে। সেবা সপ্তাহ পালনের পাশাপাশি আগামী ২২ মার্চ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেওয়া হবে। একই দিন রাজধানীতে বেলা ৩টায় শোভাযাত্রা বের করবে স্থানীয় সরকার বিভাগ। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তারা শোভাযাত্রায় অংশ নিয়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সমবেত হবেন। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও লেজার শো প্রদর্শিত হবে। রেলওয়ের পক্ষ থেকে বলা হয়েছে, সেবা সপ্তাহে তারা অন্যান্য কার্যক্রমের পাশাপাশি নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধিসহ অসুস্থ যাত্রীদের স্বাচ্ছন্দময় ভ্রমণ এবং স্টেশনে আরামদায়ক অবস্থা নিশ্চিত করবে। ট্রেন ও স্টেশনে ফার্স্ট এইড বক্স সকলের দৃষ্টিগোচরে রাখা এবং এর মধ্যে রক্ষিত ওষুধ ও যন্ত্রসমূহ হালনাগাদ রাখার ব্যবস্থা নেবে। এছাড়া টিকিটসহ অন্যান্য ক্ষেত্রে যাত্রীরা যেন হয়রানির শিকার না হয় সেদিকে দৃষ্টি রাখা হবে। এদিকে এলডিসি থেকে উত্তরণের স্বীকৃতিতে আনন্দর‌্যালি করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ। গতকাল সোমবার সকাল ১১টায় র‌্যালি অর্থনীতি বিভাগের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর চত্বর, বিজ্ঞান অনুষদ, মেইন গেইট হয়ে ঘুরে আসে। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমান উপস্থিত ছিলেন। গত ১২-১৬ মার্চ অনুষ্ঠিত জাতিসংঘের কমিটি ফর ডেভলপমেন্ট অ্যান্ড পলিসির (সিডিপি) ত্রিবার্ষিক সভার পর্যালোচনায় এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে প্রাথমিক মনোনয়ন পায় বাংলাদেশ। মাথাপিছু আয়, মানবসম্পদ উন্নয়ন ও অর্থনৈতিক ভঙ্গুরতাÑ এই তিনটি সূচকের ভিত্তিতে মনোনয়ন দেওয়া হয়। বাংলাদেশ এর সবকটিতেই উত্তীর্ণ হয়েছে। উন্নয়নশীল দেশে উত্তরণে এবারের পর্যালোচনায় মাথাপিছু আয় কমপক্ষে ১২৩০ মার্কিন ডলার নির্ধারণ করা হয়। সিডিপির হিসাবে বাংলাদেশের মাথাপিছু আয় হচ্ছে ১২৭০ মার্কিন ডলার। মানবসম্পদ সূচকের নূন্যতম ৬৬ পয়েন্টের বিপরীতে বাংলাদেশ অর্জন করেছে ৭৩ দশমিক ২। অর্থনৈতিক ভঙ্গুরতা সূচক হতে হয় ৩২ ভাগ বা এর কম, যেখানে বাংলাদেশের রয়েছে ২৫ দশমিক ২ ভাগ। বাংলাদেশ প্রথম ধাপের পর্যালোচনায় সবগুলো সূচকে উত্তীর্ণ হলেও আগামী ২০২১ সালে দ্বিতীয় এবং ২০২৪ সালে তৃতীয় পর্যালোচনা করবে সিডিপি। এ দুটি পর্যালোচনায় যদি বাংলাদেশ সূচকগুলোর মান ধরে রাখতে পারে তাহলে উন্নয়নশীল দেশের পুরো স্বীকৃতি পেয়ে যাবে। তিনটির মধ্যে দু’টি সূচকের মানদ- অর্জন করলেও এলডিসি থেকে বের হয়ে আসবে বাংলাদেশ। স্বল্পোন্নত দেশ হিসাবে বাংলাদেশ পণ্য রফতানি, মেধাস্বত্ব¡, বৈদেশিক অনুদান ও অর্থ সহায়তায় বিশেষ সুবিধা পেয়ে আসছে। উন্নয়নশীল দেশে উন্নীত হলে এসব সুবিধা থাকবে না।

এ সম্পর্কিত আরও খবর