বিপুল ভোটের ব্যবধানে জয়ের আশা লিটনের

জেলা, জাতীয়

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 12:30:14

 
রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। সোমবার (৩০ জুলাই) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত। ইতোমধ্যে আওয়ামী লীগ মেয়র প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন ভোট দিয়েছেন রাজশাহীর স্যাটেলাইট হাই স্কুল কেন্দ্রে।
 
ভোটদান শেষে তিনি গণমাধ্যমের কাছে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র হিসেবে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভের আশাবাদ ব্যক্ত করেন।
 
তিনি গণমাধ্যমে বলেন, ‘রাজশাহীর মানুষ সঠিক সিদ্ধান্তই নেবেন। বিপুল ভোটের ব্যবধানে আমি জয়লাভ করবো বলে আশা করছি। ভোটের ব্যবধান ৭০ হাজার থেকে ৭৫ হাজারও হতে পারে।’
 
অন্যদিকে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মোহাম্মদ মোসাদ্দেক হোসেন ফলাফল বয়কট করতে পারেন বলে যে গুঞ্জন শুরু হয়েছে সে বিষয়ে তিনি বলেন, ‘মাত্র আধাঘণ্টা হয়েছে ভোট শুরু হয়েছে। এর মধ্যেই তাদের এ ধরনের কথা বলা উচিত হচ্ছে না। আমি সকলকে শান্ত থাকার বিষয়ে অনুরোধ করবো যাতে পরিস্থিতি স্বাভাবিক থাকে।’
 
প্রসঙ্গত, রাজশাহী সিটি নির্বাচনকে ঘিরে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। সকাল থেকেই ভোটাররা নির্বিঘ্নে ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থী নির্বাচিত করার অপেক্ষায় প্রহর গুনছেন। ভোট উপলক্ষে সিটি এলাকায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে এবং সব সরকারি, বেসরকারি অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
 

এ সম্পর্কিত আরও খবর